দক্ষিণ আমেরিকাভিত্তিক সাইবার ক্রাইম গ্যাং ল্যাপসাসের প্রধান অক্সফোর্ডের ১৬ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোর! হ্যাকিং থেকে এক কোটি ৪০ লাখ ডলার কামাইয়ের অভিযোগ ওঠা ওই কিশোরের নাম-পরিচয় নিশ্চিত করেছে সাইবার নিরাপত্তা গবেষক এবং তার প্রতিদ্বন্দ্বী হ্যাকার দল।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ‎সিটি অফ লন্ডন পুলিশ এই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সাত কিশোরকে গ্রেফতারের কথা বললেও এদের পেছনের মাস্টামাইন্ড কে সেটি বলতে রাজি হয়নি। কিশোরটির বাবা বিবিসিকে বলেন, তার উদ্বিগ্ন পরিবার ওই কিশোরকে কম্পিউটার থেকে দূরে রাখার চেষ্টা করছে।‎ অনলাইনে “হোয়াইট” বা “ব্রিচবেস” নামধারী এই প্রতিবন্ধী কিশোরকেই মনে করা হচ্ছে ল্যাপসাস হ্যাকারদের প্রধান।

তুলনামূলকভাবে নতুন এই দলটি মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানে হ্যাকিং চালানোর পর গর্ব করে এ নিয়ে অনলাইনে পোস্ট করে আলোচনার কেন্দ্রে চলে আসে। অল্পদিনেই ল্যাপসাস হয়ে উঠেছে ভয়ংকর হ্যাকার সাইবার-ক্রাইম গ্যাংগুলোর একটি।‎ অক্সফোর্ডের একটি বিশেষায়িত স্কুলের শিক্ষার্থী ওই কিশোরের নাম ‎আইনি কারণে প্রকাশ করেনি বিবিসি।

 

 

কলমকথা/ বিথী