ফোন কলের পাশাপাশি অনেকে উপভোগ করেন হোয়াটসঅ্যাপ কলের সুবিধাও। তা রেকর্ড করার সহজ কিছু উপায় রয়েছে।
♦ অনেক স্মার্টফোনেই কল রেকর্ডের সুবিধা রয়েছে। অনায়াসে এই ফোনের সেটিং সেকশনে গিয়ে কল রেকর্ডিংয়ের অপশন পেয়ে যাবেন। যদি সব কল ম্যানুয়ালি রেকর্ড না করতে চান তাহলে অটো রেকর্ড অপশনে যাবেন।
♦ যেসব ফোনে কল রেকর্ডের সুবিধা নেই তারা গুগল ফোন অ্যাপ ব্যবহার করতে পারেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর ওপরের তিন ‘ডট আইকন’ থেকে সেটিংয়ে গেলেই কল রেকর্ডের অপশন পেয়ে যাবেন। তবে এ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করে রাখবেন।
♦ চাইলে থার্ড পার্টি অ্যাপও ব্যবহার করতে পারেন। কিউব এসিআর অ্যাপে ফোন কল এবং হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায়। আবার কোনো অ্যাপ ব্যবহার না করতে চাইলে নিজের ফোনটি স্পিকারে রেখে পাশে আরেকটি ফোনের ভয়েস রেকর্ড অন করেও কল রেকর্ড করতে পারেন।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।