যারা ইন্টারনেট সার্ফ করেন নিয়মিত তাদের কাছে ক্রোম, এজ, বা ফায়ারফক্স পরিচিত নাম। আর যারা ডেটা, প্রাইভেসি বা অ্যাপ ট্র্যাকিং নিয়ে কাজ করেন তাদের কাছে পরিচিত নাম ডাকডাকগো।

অপেক্ষকৃত অপরিচিত এই ব্রাউজারটি ব্যবহারকারীর জন্য প্রাইভেসি বান্ধব। এবার এই ব্রাউজারটিই এনেছে এমন টুল যা অন্য ব্রাউজার বা অ্যাপেও ডেবে ডেটা নিরাপত্তা।

ডাকডাকগো জানিয়েছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যক্তিকেন্দ্রিক বিশেষায়িত বিজ্ঞাপন দেখানোর জন্য বিভিন্ন অ্যাপের মাধ্যমে তাদের অনলাইন জীবনের গোপন তথ্য সংগ্রহ রুখে দিতে সক্ষম নতুন টুল নিয়ে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

বলা হচ্ছে, টুলটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য অনেকটা অ্যাপলের ‘অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি ফিচার’-এর আদলে কাজ করবে; ব্যবহারকারী চাইলেই তৃতীয় পক্ষীয় ডেটা ট্র্যাকিং ব্লক করে দিতে পারবেন।