আইফোন ১৩ এর ফেসআইডি ব্রেকডাউন সমস্যা নিয়ে নড়েচড়ে বসেছে অ্যাপেল। খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছে অ্যাপেল। এই টেক জায়ান্ট জানিয়েছে, নতুন একটি সফটওয়্যার আপডেট ভার্সন প্রকাশ করা হবে। এতে থার্ড পার্টি স্ক্রিন রিপ্লেসমেন্টের পরেও ফেসআইডি কাজ করার জন্য আর মাইক্রোকন্ট্রোলারের জায়গা পরিবর্তন করতে হবে না।
আইফোন ১৩ প্রকাশের পরপরই বিশেষজ্ঞরা বলছেন, স্ক্রিনটি রিপ্লেসমেন্ট করা হলে ফেস আইডি আর কাজ করবে না, যদি না আপনি মূল স্ক্রীন থেকে একটি ছোট্ট কন্ট্রোল চিপের জায়গা না বদলান। এদিকে গত সপ্তাহে বেশ কিছু প্রতিবেদনে প্রকাশিত হয়েছে,
সম্প্রতি লঞ্চ হওয়া আইফোন ১৩ তে তৃতীয় পক্ষের স্ক্রিন বসালে তা ফেস আইডিকে অকার্যকর করে দেবে। এটি ফোনের স্ক্রিনের সঙ্গে সংযোগকারী ফ্লেক্স কেবলে একটি ছোট্ট কন্ট্রোল চিপ থাকার কারণে হয়। যা প্রতিটি ডিসপ্লেকে তার নিজস্ব মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।