বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে ভিডিও দেখতে গেলে বিজ্ঞাপনের যন্ত্রণায় অস্থির হয়ে যান অনেকেই। মার্কিন টেক জায়ান্ট গুগলের মালিকানাধীন এই সাইটে বিজ্ঞাপন ছাড়াই সরাসরি ভিডিও দেখার বেশ কয়েকটি উপায় রয়েছে।

ফ্রি এডব্লক বা ইউটিউবের পেইড সার্ভিস নিয়েও বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখা যায়। বিশ্বে অনেক জনপ্রিয় পেইড এবং ফ্রি এড ব্লকার আছে। তবে সব এডব্লকার নিরাপদ নয়। এসবের বাইরেও বিজ্ঞাপন ছাড়া ইউটিউব দেখার আরেকটি জনপ্রিয় ও সহজ উপায় হচ্ছে, ডিভাইসের ওয়েব ব্রাউজারের ইনকগনিটো মোডে গিয়ে ইউটিউব দেখা।

তবে সেজন্য আরও কিছু কাজ করতে হবে। ইনকগনিটো মোডে ইউটিউব ভিডিওর লিংকের ডটকমের (.com) পরে ও স্ল্যাশের (/) আগে আরেকটি বাড়তি ডট (.) যোগ করতে হবে। অর্থাৎ ইউটিউব ভিডিওর লিংক যদি youtube.com/abc হয় তাহলে ব্রাউজারে ডট কমের পর এভাবে একটি বাড়তি ডট দিতে হবে youtube.com./abc। এরপর বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই ইউটিউব ভিডিও দেখা যাবে।

 

কলমকথা/সাথী