জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এবার ‘প্যারেন্টাল সুপারভিশন টুল’ এনেছে মার্কিন টেক জায়ান্ট মেটা (সাবেক ফেসবুক)। এর ফলে, সন্তান ইনস্টাগ্রামে কোন কোন অ্যাকাউন্ট ফলো করে তার উপর নজর রাখতে পারবেন অভিভাবকরা।

এছাড়া সন্তান কতোক্ষণ সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে, তারও সময় সীমা বেঁধে দিতে পারবেন তারা। সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (১৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে মেটা ইনকর্পোরেটেড। পাশাপাশি, মেটা কোয়েস্ট ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট সেবাতেও একই ফিচার যোগ করা হয়েছে। নতুন ফিচারটি বুধবার থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে চালু হয়েছে।

আগামী কয়েক মাসের মধ্যে বিশ্ববাজারেও ফিচারটির চালানো যাবে বলে জানিয়েছে মেটা। ২০২১ সালে সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেনের ফাঁস করা নথিপত্রের জেরে ব্যাপক কেলেঙ্কোরির মুখে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

অধিক মুনাফার লোভে অপ্রাপ্তবয়স্কদের মানসিক স্বাস্থ্যের উপর ইনস্টাগ্রামের বিরূপ প্রভাব অগ্রাহ্য করার অভিযোগে ব্যাপক চাপের মুখে পড়েছিল মেটা।

 

কলমকথা/ বিথী