জাপানের মহাকাশ সংস্থার সঙ্গে একটি গাড়ি তৈরিতে কাজ করছে টয়োটা। ২০৪০ সালের মধ্যে মানুষকে চাঁদে বসবাস এবং এরপর মঙ্গল গ্রহে বসবাসে সহায়তা করার লক্ষ্য জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটির। শুক্রবার (২৮ জানুয়ারি) প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির সঙ্গে যে গাড়ি তৈরি করা হচ্ছে, তার নাম লুনার ক্রুজার।

টয়োটা ল্যান্ড ক্রুজার স্পোর্ট ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) নাম অনুসারে গাড়িটির নামকরণ হয়েছে। চলতি দশকের শেষ দিকে গাড়িটি চাঁদে পাঠানোর লক্ষ্য নেয়া হয়েছে। টয়োটার লুনার প্রকল্পের প্রধান তাকাও সাতো বলেন, গাড়িটি অনন্য এক ধারণার ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। মানুষ এ গাড়িতে বসে খেতে, কাজ করতে, ঘুমাতে এবং অন্যদের সঙ্গে নিরাপদে যোগাযোগ করতে পারবে। এছাড়া এ কাজগুলো মহাকাশে বসে করা যাবে।

আমরা আমাদের শতাব্দীর রূপান্তরে মহাকাশকে একটি অঞ্চল হিসেবে দেখি। মহাকাশে যাওয়ার মাধ্যমে আমরা টেলিযোগাযোগ ও অন্যান্য প্রযুক্তির বিকাশ ঘটাতে চাই, যা মানুষের জীবনের জন্য মূল্যবান হিসেবে প্রমাণিত হবে।

 

কলমকথা/সাথী