আপনার ওয়েবসাইটটি ব্যবহারকারীদের ডিভাইসে কতো দ্রুত ওপেন হবে সেটা অনেকাংশে নির্ভর করে হোস্টিংয়ের উপর। তাই হোস্টিং কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরি।

বাজেট নির্ধারণ- শুরুতেই প্রথম বছরের জন্য কতটুকু স্পেস দরকার হবে সেটা আন্তাজ করে বাজেট ঠিক করুন। বাজারে বিভিন্ন হোস্টিং কোম্পানি বিভিন্ন প্যাকেজে হোস্টিং বিক্রি করে থাকে। তবে কম দামে ভাল হোস্টিং পেতে হলে অবশ্যই একটু খোঁজ করতে হবে।

কতটুকু স্পেস লাগবে সেটা ঠিক করুন- প্রতিদিন কেমন ট্রাফিক আসে এবং কত কন্টেন্ট আপনার ওয়েবসাইটে আপলোড করবেন অর্থাৎ কতটুকু স্পেস প্রয়োজন হবে আপনার ওয়েবসাইটের জন্য তা আগেই হিসাব করে নিন। মাসিক ও বাৎসরিক হিসেবে হোস্টিং কেনা যায়।

ব্যান্ডউইথ ঠিক করে নিন- যদি আপনার ওয়েবসাইটের ভিজিটর সংখ্যা প্রতিদিন অনেক বেশি হয়ে থাকে তবে ব্যান্ডউইথ বেশি লাগবে। তাই হোস্টিং প্রোভাইডাররের সাথে কথা বলে আপনার ওয়েব সাইটের ভিজিটর অনুযায়ী হোস্টিং প্যাকেজে কতটুকু ব্যান্ডউইথ নেয়া প্রয়োজন তা ঠিক করে নিন।

 

কলমকথা / সাথী