রাশিয়ায় সরকারি নির্দেশ সত্ত্বেও কনটেন্ট সরায়নি গুগল ও টেলিগ্রাম। তাই দুই প্রতিষ্ঠানকে বিশাল জরিমানা করেছে দেশটির আদালত।
গুগলকে ২০ লাখ রুবল বা ২৮ হাজার ডলার এবং টেলিগ্রামকে ৪০ লাখ রুবল বা ৫৬ হাজার ডলার জরিমানা করেছেন আদালত।
এর আগে গুগলকে তিন কোটি ২০ লাখ রুবল জরিমানা করেছিল সরকার।সরকারের যুক্তি, গুগল ও টেলিগ্রামকে নির্দেশ দেওয়া হয়েছিল, তারা যেন বেআইনি কনটেন্ট সরিয়ে ফেলে।
তারা নির্দেশ মানেনি। অন্য দুইটি মামলার ক্ষেত্রে গুগল সময় চেয়েছে। আদালত তাদের ২৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে। সরকারি কর্মকর্তারা এই দুই প্রতিষ্ঠানকে বারবার করে কিছু লিংক ও পোস্ট ডিলিট করতে বলেছিল। বিশেষ করে যেগুলো পর্নোগ্রাফি, আত্মহত্যা, মাদক ব্যবহার এবং রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি সংক্রান্ত পোস্ট।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।