মার্কিন টেক জায়ান্ট গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপে সঠিক পথের পাশাপাশি অনেক সময় দেখা যায় অদ্ভুত, বিস্ময়কর এবং উদ্ভট সব জিনিস। সম্প্রতি গুগলের ম্যাপের একটি ছবিতে দেখা মিলেছে প্রাগৈতিহাসিক আমলের বিশাল সাপের কঙ্কাল। টাইটানোবোয়া চেরোনোসিস প্রজাতির দৈত্যাকার সাপটির ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ধারণা করা হয়, বিশালাকার এই সাপগুলো প্রায় ৬০ মিলিয়ন বছর আগে কলম্বিয়ার জলাভূমিতে বসবাস করতো।
একটি অ্যানাকোন্ডার চেয়েও প্রায় ১০গুন বড় আকারের সাপগুলো অন্তত ১২.৮ মিটার লম্বা এবং ১ হাজার ১৩৫ কেজি মতো ওজনের হতো। এনডিটিভি’র প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ মার্চ গুগল ম্যাপস ফান নামে একটি টিকটক অ্যাকাউন্ট গুগল ম্যাপে রাস্তা খোঁজার সময় ফ্রান্সের উপকূলে একটি দৈত্যাকার আকৃতির সাপের কঙ্কাল আবিষ্কার করেছে।
অ্যাকাউন্টটি থেকে প্রকাশিত এক বার্তায় লেখা হয়েছে, ফ্রান্সের একটি উপকূলে আমরা দৈত্যাকার কিছু দেখতে পাচ্ছি যা শুধুমাত্র স্যাটেলাইট দিয়ে দেখা সম্ভব। তবেবিস্তারিত তদন্ত করে দেখা গেছে, সাপের কঙ্কালটি আসলে বিশাল আকৃতির একটি ধাতব ভাস্কর্য। যা “লে সার্পেন্ট ডি’ওশান” নামে পরিচিত। ভাস্কর্যটি ফ্রান্সের পশ্চিম উপকূলে অবস্থিত এবং এটির উচ্চতা ৪২৫ ফুট। এটি তৈরি করেছেন চীনের বংশোদ্ভূত ফরাসি শিল্পী হুয়াং ইয়ং পিং।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।