গেমারদের জন্য নতুন চমক নিয়ে আসছে চিপ নির্মাতা কোম্পানি এএমডি। সাম্প্রতি এই সেমিকন্ডাক্টর কোম্পানিটি ঘোষণা দিয়েছে যে, নতুন সিরিজের চিপ বাজারে আসার আগেই পুরোনো সিরিজের একটি চমক নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ‘রাইজেন ৭০০০’ সিরিজের জন্য অপেক্ষায় যখন বিশ্বের সব গেমাররা, ঠিক এমন এক সময় এএমডি বলছে ‘রাইজেন ৫০০০’ সিরিজের সর্বশেষ সংস্করণের চিপ গেমারদের গতি ১৫ শতাংশ বাড়িয়ে দেবে।

‘রাইজেন ৫৮০০এক্স৩ডি’ নামের এ গ্রাফিক চিপটির ঘোষণা এসেছিল জানুয়ারিতে অনুষ্ঠিত ‘কনজিউমার ইলেকট্রনিক শো’-তেই। প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা বলছে, এএমডি’র সিপিইউ প্যাকেজিংয়ের শেষ সংস্করণটি আসার কথা আগামী মাসে।

‘রাইজেন ৭ ৫৮০০এক্স৩ডি’ চিপটি আট কোরের ‘জেন ৩’ প্রসেসর-এর একটি ‘মেমরি-স্ট্যাকিং’ প্রযুক্তি ব্যবহার করে। এর ‘এল৩ ক্যাশে’ সুবিধা বেড়েছে তিনগুণ। চিপটির ‘এল৩ ক্যাশে’র আকার ৯৬ এমবি, যেটি আগে ছিল ৩২ এমবি। ফলে, এ চিপ দিয়ে গেইমাররা ‘রাইজেন ৯ ৫৯০০এক্স’-এর তুলনায় ১৫ শতাংশ দ্রুততর গেইম খেলতে পারবেন বলে জানিয়েছে এএমডি।

 

 

কলমকথা/ বিথী