আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের স্বীকৃতির দোহাই দিয়ে সবাইকে বোকা বানাচ্ছেন ধোঁকাবাজিতে পটু চাঁদে জমির মালিক দাবিদার ডেনিস। তার ওয়েবসাইটে প্রচার করছেন, মার্কিন সরকার তার ছায়াপথের অনুমোদন দিয়েছে।

কিন্তু হিলারির দেওয়া সনদে স্পষ্ট লেখা আছে- এসবের দায় দায়িত্ব মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নয়। ডেনিস এম হোপ, চরম ধোঁকাবাজ এক মানুষ। যিনি নিজেকে সূর্য আর পৃথিবী ছাড়া চাঁদ-মঙ্গলসহ সব গ্রহ-উপগ্রহের মালিক দাবি করে সারা দুনিয়ায় রীতিমতো সাড়া ফেলেছেন।

চটকদার বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। মানুষকে লোভনীয় ফাঁদে ফেলতে হোপ সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের একটি সনদও প্রদর্শন করেছেন, যেখানে মার্কিন সরকার তার গ্যালাকটিক বা ছায়াপথের সার্বভৌমত্ব স্বীকার করে।

কিন্তু বাস্তবে তার ওয়েবসাইটে দেখা যায়, ওয়াশিংটন ডিসির লাইব্রেরি অব কংগ্রেস কপিরাইট অফিসে অনুমোদনের জন্য একটি সিল জমা দেওয়া হয়। সেই সার্টিফিকেটে সিলের বিষয়টি উল্লেখ করলেও হিলারি নিচের অংশে তারকা চিহ্নিত করে লেখেন, এর দায় দায়িত্ব তার অফিসের নয়। অর্থাৎ একটি সিল দেখিয়েই ডেনিস এম হোপ মানুষকে ধোঁকা দিচ্ছেন।