এবার আইফোন-১৪ সিরিজে লাইটনিং পোর্টের পরিবর্তে টাইপ-সি চার্জিং পোর্ট দেওয়ার পরিকল্পনাই করছে অ্যাপল। ফলে অ্যান্ড্রয়েড মোবাইলের চার্জার দিয়েই চার্জ দেওয়া যাবে। সম্প্রতি অ্যাপল ট্র্যাকার আইড্রপ জানিয়েছে, আইফোন-১৪ প্রো মডেলে চার্জিং ও ডাটা ট্রান্সফারের জন্য টাইপ-সি পোর্ট দেওয়া হচ্ছে।
আইফোন-১২ সিরিজেও এই ধরনের চার্জিং পোর্ট দেওয়া হয়েছিল। মাঝে আইফোন-১৩ সিরিজে কোম্পানি চার্জিংয়ের জন্য একটি লাইটনিং পোর্ট দেয়। তবে নতুন আইফোনের ফাস্ট চার্জিং ক্যাপাবিলিটি ২৫ ওয়াট পর্যন্ত বাড়াচ্ছে অ্যাপল। কারণ শাওমি, ওয়ানপ্লাস, অপো এবং অন্যরা এই ফাস্ট চার্জিং প্রযুক্তিতে অনেকটাই এগিয়ে গিয়েছে। ধারনা করা হচ্ছে,
আইফোন-১৪ প্রো মডেলের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট চার্জিং স্পিডের থেকে আরও বেশি করে ডাটা ট্রান্সফারের জন্য দেওয়া হচ্ছে। এছাড়াও অ্যাপল তার লেটেস্ট এম১ প্রো এবং এম১ ম্যাক্স পাওয়ার্ড ম্যাকবুক প্রো-১৪ এবং ১৬ মডেলের একাধিক পোর্ট ঢেলে সাজিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।