মাত্র দুই দিনে ইলন মাস্কের সম্পদ কমে গেল ৫ হাজার কোটি ডলার (৫০ বিলিয়ন ডলার), বাংলাদেশি মুদ্রায় যা ৪ লাখ ২৮ হাজার ২৭৬ কোটি টাকা। বলা যায়, প্রায় বাংলাদেশের এক অর্থবছরের বাজেটের সমান।

২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের বাজেটের আকার ছিল ৪ লাখ ৬৩ হাজার ৫৭৩ কোটি ডলার। সম্প্রতি টুইটারে এক জরিপ চালিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

ওই টুইটার পোস্টে ইলনের প্রশ্ন ছিল, কর দেওয়ার জন্য তিনি টেসলার ১০ শতাংশ শেয়ার বিক্রি করবেন কি না। জরিপে উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ দিতে বলা হয়। দেখা যায় ইলনের বেশির ভাগ অনুসারীই শেয়ার বিক্রির পক্ষে মত দিয়েছেন।

আর এর পরই হু হু করে কমছে টেসলার শেয়ারের দর। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, ৫ হাজার কোটি ডলার হারিয়েও ইলন মাস্কের সম্পদের পরিমাণ এখন ৩২ হাজার ৩০০ কোটি ডলার। এর আগে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের ইতিহাসে দুই দিনে কোনো কোম্পানি ৫ হাজার কোটি ডলার হারায়নি।