সরকারের সঙ্গে যুক্ততার অভিযোগে সাত দেশের প্রায় সাড়ে তিন হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। সরকারি প্রোপাগান্ডা চালানোর দায়ে এই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই অ্যাকাউন্টগুলো হচ্ছে চীন, রাশিয়া, মেক্সিকো, ভেনেজুয়েলা, লিবিয়া, তাঞ্জানিয়া ও উগান্ডার। এই বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সবচেয়ে বেশি অ্যাকাউন্ট বন্ধ হয়েছে চীনে।
করোনাভাইরাসের উৎস সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগে চীনের সরকারপন্থী ২ হাজার ৪৮টি অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার কর্তৃপক্ষ। এছাড়া রাশিয়ার সরকারের সঙ্গে ঘনিষ্ঠ শতাধিক ব্যক্তির অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে টুইটার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।