রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়েছে।

আজ শনিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টা ৪৯ মিনিটে হ্যাক হওয়ার পর প্রায় দেড় ঘণ্টা হ্যাকারদের কবলে ছিল ওয়েবসাইটটি। পরে টেলিটকের প্রকৌশলীদের চেষ্টায় সন্ধ্যা সাড়ে সাতটায় সাইটটি মুক্ত হয়। এরপর থেকে আবারও আগের মতো সচল হয়ে যায় টেলিটকের ওয়েবসাইট।

এ ব্যাপারে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাব উদ্দিন জানান, সাইটটির নতুন ডিজাইনসহ হালনাগাদ করার কাজ চলছিল। এর মধ্যেই কোনো একটি চক্র এটি হ্যাক করে। হ্যাকিংয়ের তথ্য জানার পরপরই টেলিটকের প্রকৌশলীরা সাইটটি উদ্ধারে তৎপরতা শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাইটটি হ্যাকারদের কবল থেকে মুক্ত করে পুরোপুরি সচল করা সম্ভব হয়। তিনি জানান, হ্যাকারদের অবস্থান ও পরিচয় সুনির্দিষ্ট করার প্রক্রিয়া চলছে। হ্যাকারদের পরিচয় নিশ্চিত করার পর তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। জানা গেছে, এর আগে ২০১৬ সালে টেলিটকের ওয়েবসাইট সর্বশেষ হ্যাকারদের কবলে পড়েছিল। বর্তমানে টেলিটকের প্রায় ৬৪ লাখ গ্রাহক রয়েছে।