অনেকেই স্মার্টফোনে ট্রু-কলার অ্যাপ ব্যবহার করেন। কিন্তু এতদিন অ্যাপটির প্রিমিয়াম গ্রাহক ছাড়া কেউ কল রেকর্ড করতে পারত না। তবে সদ্য প্রকাশিত ভার্সন ১২ তে সব ধরনের গ্রাহকরাই কল রেকর্ড করতে পারবেন। এছাড়াও নতুন আপডেটের পরে এই অ্যাপে যুক্ত হয়েছে ঘোস্ট কল ও কল অ্যানাউন্সও।
তাহলে চলুন জেনে নিই, ট্রু-কলার দিয়ে কীভাবে কল রেকর্ড করবেন-
* ফোনে ‘সেটিংস’ ওপেন করে ‘অ্যাকসেসিবিলিটি’ ওপেন করুন।
* এবার ‘ট্রু-কলার কল রেকর্ডিং’ অপশন অ্যানাবল করে দিন।
* এবার ‘ইউস ট্রু-কলার কল রেকর্ডিং’ এর পাশের ট্যাপ অ্যানাবল করে দিন।
এবার চাইলে কল রেকর্ড শোনার শর্টকাট বাছাই করতে পারবেন। তবে ট্রু-কলারের মাধ্যমে ফোনের অপর প্রান্তের ব্যক্তি কল রেকর্ড করলে তা জানা সম্ভব হবে না।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ট্র-কালারের মাধ্যমে রেকর্ড করা সব কল ফোনের স্টোরেজে সেভ হবে।
উল্লেখ্য, এই আপডেটের পরে কল ও এসএমএসের জন্য আলাদা আলাদা ট্যাব নিয়ে এসেছে ট্রু-কলার। অ্যাপ ব্যবহারকারীদের ইন্টারফেস ঢেলে সাজিয়েছে সুইডেনের কোম্পানিটি। এছাড়াও ট্রু-কলার ভার্সন ১২ আপডেটের পরে হোমস্ক্রিন থেকেই কল ও এসএমএস দেখে নেওয়া যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।