কমিউনিটি ভায়োলেশনসহ বিভিন্ন কারণে অনেক সময় নিষ্ক্রিয় হয়ে যেতে পারে ফেসবুক অ্যাকাউন্ট। তবে ফেসবুকের কাছে আবেদন করে এটি ফেরত পাওয়া সম্ভব।

আপিল ফর্মে নাম, পরিচয়ের প্রমাণ এবং নির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা প্রদান করলেই ফেসবুক আপনার অ্যাকাউন্টের বিষয়ে বিবেচনা করবে। নিষ্ক্রিয় ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য অফিসিয়াল আপিল ফরম:

https://www.facebook.com/help/contact/260749603972907-এ গিয়ে এই ফরমটি পুরণ করতে হবে। নিষ্ক্রিয় অ্যাকাউন্টটিতে ব্যবহৃত ই-মেইল এড্রেস বা ফোন নম্বর ব্যবহার করতে হবে। অবশ্যই এই ই-মেইল অ্যাকাউন্ট বা ফোন নম্বরে অ্যাক্সেস থাকতে হবে।

পুরো নাম লিখে আইডি কার্ডের ছবি আপলোড করুন। পরিস্থিতি ব্যাখ্যা করুন। আপনার যেসব তথ্য ফেসবুকের জানানো উচিত তা পেজের নিচে থাকা ‘এডিশনাল ইনফো’-এর মধ্যে লিখে দিন।

বিনয়ী হন এবং নিশ্চিত করুন ফেসবুক যেন বুঝতে পারে, আপনি আপত্তিকর আচরণ সংশোধন বা পরিবর্তন করার পরিকল্পনা করছেন। সেন্ড এ ক্লিক করুন। এটি ফর্মের নিচে ডানদিকে রয়েছে। যদি ফেসবুক নিষ্ক্রিয়করণ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় তাহলে আপনাকে একটি বার্তা পাঠাবে।