বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াসউদ্দীন মিয়া বলেছেন, কৃষি বিষয়ক গবেষণায় ড্রোন প্রযুক্তির ব্যবহার দেশের মধ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বশেমুরকৃবি।
তিনি বলেন, দেশের কৃষি বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে বশেমুরকৃবি সর্বপ্রথম এ প্রযুক্তি ব্যবহার করে কৃষি শিল্পে সময় ও যুগোপযোগী চাহিদা পূরণের লক্ষে একধাপ এগিয়ে গেলো।
গতকাল রোববার (১৬ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বহিরাঙ্গন কর্তৃক এক্সপ্লোরিং দ্যা ইউটিলিটি অফ ড্রোনবেজড মাল্টিস্পেকট্রাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।