দেশে মোবাইল ব্যবহারকারীদের শতকরা ৯১ ভাগ দিনের অর্ধেক সময় মোবাইলে ব্যস্ত থাকেন বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। এ ক্ষেত্রে নারীরা সবচেয়ে এগিয়ে। নারীদের ৬৩ শতাংশ মুঠোফোনে ব্যস্ত থাকেন।
গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি হোটেলে গ্রামীণফোন আয়োজিত এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। গ্রামীণফোনের চেয়ারম্যান ও টেলিনর এশিয়ার প্রধান ইয়ুর্গেন সি অ্যারেন্টজ রোস্ট্রাপ সমীক্ষার তথ্য তুলে ধরেন।
এশিয়ার আটটি দেশের প্রায় ৮ হাজার ইন্টারনেট ব্যবহারকারীর ওপর এ সমীক্ষা চালানো হয়। দেশগুলো হলো- বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
সমীক্ষার তথ্য অনুযায়ী, দেশে শতকরা ৯১ ভাগ ব্যবহারকারী দিনের অন্তত অর্ধেক সময় এবং ২০ শতাংশ ব্যবহারকারী সব সময় ফোন ব্যবহার করেন। এ ক্ষেত্রে এগিয়ে আছেন নারীরা। এ হার ৬৩ শতাংশ।
এ ছাড়া সমীক্ষায় দেশের ৫৯ শতাংশ নারী এবং ৫০ শতাংশ পুরুষ মনে করেন, মোবাইল ফোনের কারণে তাদের জীবনমান উন্নত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।