নিজস্ব কনটেন্ট নির্মাণে গাঁটের পয়সা খরচের লাগাম টানতে যাচ্ছে শীর্ষ ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব। সামনে কেবল ‘ব্ল্যাক ভয়েসেস’ এবং ‘ইউটিউব কিডস ফান্ডস’-এর অনুষ্ঠানগুলোর তহবিল যোগান দেবে প্লাটফর্মটি।

ইউটিউব অরিজিনালস’ হিসেবে পরিচিত কনটেন্টেমধ্যে ছিল ইউটিউব সিরিজ, শিক্ষামূলক ভিডিও, গান ও সেলিব্রেটিদের অংশগ্রহণে নানা অনুষ্ঠান। সম্প্রতি টুইট করে এই পরিবর্তনের খবর জানিয়েছেন ইউটিউবের প্রধান বাণিজ্যিক কর্মকর্তারবার্ট কিনসল। সামনের দিনগুলোতে কেবল ‘ইউটিউব কিডসফান্ড’ এবং ‘ব্ল্যাক ভয়েসেস ফান্ড’-এর অধীনে কনটেন্টে নির্মাণ করবে ইউটিউব। ২০২০ সালে কৃষ্ণাঙ্গ নির্মাতাদের প্রচার বাড়াতে ওই প্রকল্পের অধীনে ১০ কোটি ডলারের তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল ইউটিউব। প্রযোজনার মাঠে ইউটিউবের উপস্থিতি ছয় বছরের হলেও এর মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো অনুষ্ঠান তৈরি করতে পারেনি প্লাটফর্মটি। ২০১৬ সালে সুসান ড্যানিয়েলসের নেতৃত্বে শুরু হয়েছিল ‘ইউটিউব অরিজিনালস’। কনটেন্ট নির্মাতাদের কেন্দ্রে রেখে কয়েকটি সিনেমা ও ‘স্ক্রিপ্টেড শো’ বানালেও বাজারে অবস্থান নিশ্চিত করতে বিভিন্ন সময়ে কৌশল পাল্টেছে প্লাটফর্মটি।