কাজের সুবিধার জন্য কম্পিউটারের অনেক ফাইল ডেস্কটপে রাখা হয়। কিন্তু কোন কারণে কম্পিউটার ক্র্যাশ করলে কিংবা নতুন করে অপারেটিং সিস্টেম সেটআপ দিলে অনেক সময় ফাইলগুলো হারিয়ে যায়।

এছাড়া ভাইরাসের আক্রমণ থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্য সি ড্রাইভ ফরম্যাটের প্রয়োজন হয়। তখনও ডেস্কটপে রাখা প্রয়োজনীয় ফাইলগুলো গায়েব হয়ে যায়।এই সমস্যা থেকে বাঁচার উপায় কি?

ডেস্কটপে কোন ফাইল না রাখা?? এটা তো অনেকটা মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলার মত সিদ্ধান্ত। তবে উপায় কী? ডেস্কটপ কম্পিউটার নিরাপদ রাখার সহজ কিছু পথ নিয়ে। এই পরামর্শগুলো দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। পিসি নিরাপদ রাখতে চাইলে নজর বুলিয়ে নিতে পারেন এই বিষয়গুলোয়।