সময়টা ভালো যাচ্ছে না রকস্টার গেইমসের। পিসি সংস্করণে জিটিএ ৩, জিটিএ ভাইস সিটি এবং জিটিএ: স্যান অ্যান্ড্রিয়াস-এর সমন্বিত সংগ্রহ গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রিলজি – দ্য ডেফিনিটিভ এডিশন’ এসে পৌঁছেছে মাত্রই।
কিন্তু কেনা যাচ্ছে না বান্ডলটি। বৃহস্পতিবার আসা এ রিমাস্টার্ড বান্ডলটি এক্সবক্স, প্লেস্টেশন এবং সুইচ ডিজিটাল স্টোরে কিনতে পারছেন কনসোল গেইমাররা। কিন্তু পিসির বেলায় বার্তায় লেখা, “এই টাইটেলটি এখন আপনার দেশ বা অঞ্চলে পাওয়া যাচ্ছে না।” কোটাকু জানিয়েছে, তারা পিসি সংস্করণে টাইটেলটি কিনেছিল। কিন্তু এখন আর এটি দেখা যাচ্ছে না।
এমনকি উধাও হয়ে যাওয়ার আগেও খেলা যাচ্ছিল না গেইমটি। এদিকে, এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, রিমাস্টার্ড সংগ্রহটি আসার আগেই সব ডিজিটাল স্টোরফ্রন্ট থেকে গেইম তিনটির পুরোনো সংস্করণ মুছে দিয়েছে রকস্টার। সমস্যা শুধু গেইমে নয়, রকস্টার লঞ্চারও দেখা গেছে।
“মেরামতের স্বার্থে” প্রায় ২৪ ঘণ্টার জন্য ‘আউট অফ কমিশন’ অবস্থায় ছিল লঞ্চার। ফলে ‘গ্র্যান্ড থেফট অটো অনলাইন’ এবং ‘রেড ডেড অনলাইন’-এর মতো পিসি গেইমগুলো খেলতে পারেননি ব্যবহারকারীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।