২০২২ সালের মার্চেই ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচার নিয়ে আসছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি সম্প্রতি এক ব্লগ পোস্টে বলেছেন, নতুন ফিচারটির বদৌলতে কিশোর বয়সী সন্তান ইনস্টাগ্রামে কতো সময় দিচ্ছে সেই তথ্য জানতে পারবেন অভিভাবকরা; নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া বা সন্তান কাউকে রিপোর্ট করলে সে বিষয়েও জানতে পাবেন তারা। ফিচারটি নিয়ে ইনস্টাগ্রাম দীর্ধদিন ধরে কাজ করছে বলে জানিয়েছেন মোসেরি।
কিন্তু এই ঘোষণাটি এমন সময়ে এলো যখন সাবেক কর্মীদের ফাঁস করা অভ্যন্তরীণ নথিপত্রের কারণে বিভিন্ন দিক থেকে বিতর্ক ও চাপের মুখে পড়েছে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান ‘মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড’; খুব শিগগিরই মার্কিন সিনেটে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে প্রধান নির্বাহী অ্যাডাম মোসেরির।
প্যারেন্টাল কন্ট্রোল ফিচারের পাশাপাশি অভিভাবকদের জন্য ‘এডুকেশনাল হাব’ নির্মাণের দাবিও করেছে ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটি বলছে, শিশুর সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে অভিভাবকদের টিপস এবং টিউটোরিয়াল দেবে ওই হাবটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।