৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আয়োজিত মেলায় উপজেলা পর্যায়ে সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ।
আজ ২৩ নভেম্বর(বুধবার) আয়োজিত এই দিনব্যাপী প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সর্বমোট ২১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। উচ্চমাধ্যমিক পর্যায়ে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ এবং মাধ্যমিক পর্যায়ে শোল্লা স্কুল এন্ড কলেজ উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলা মৎস অধিদপ্তরের সচিব সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগণ।
জিহাদুল ইসলাম ও শামিম শেখ এর নেতৃত্বে খাদিজাতুল কোবরা তাহেরা শশী, মাইনুল ইসলাম, আফসারা তাসনিম, নাহার আক্তার, আব্দুল আহাদ উক্ত প্রতিযোগিতায়, উচ্চমাধ্যমিক পর্যায়ে বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইলেক্ট্রনিক সোলার কার তৈরি করে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ এর হয়ে প্রতিনিধিত্ব করে ফরিদগঞ্জ উপজেলায় প্রথম স্থান অধিকার করে ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।