অনলাইন ব্যবসা থেকে শুরু করে নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে অর্থ উপার্জন করা যায়। ফেসবুক থেকে আয়ের সহজ তিনটি উপায় নিয়ে আলোকপাত করা হলো।
এক, অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংযোগ ঘটিয়ে দেয়া। এই সংযোগের ফলে যদি ক্রেতা ওই বিক্রেতা থেকে পণ্যটি ক্রয় করেন তাহলে মধ্যস্ততাকারী ব্যক্তি একটা নির্দিষ্ট অংকের কমিশন লাভ করেন। অ্যামাজন, আলিবাবা সহ অনেক বড় বড় কোম্পানি এই সুবিধা দিয়ে রেখেছে। দেশে ও দেশের বাইরের লাখো মানুষ অ্যাফিলিয়েট মার্কেটিং করে সফলভাবে আয় করছেন।
২, ফেসবুক গ্রুপ। জনপ্রিয় ফেসবুক গ্রুপগুলোতে বিভিন্ন পণ্য বিক্রির মাধ্যমে আয় করা যায়। এখানে সহজেই লাখো মানুষের কাছে নিজের পণ্যটি পরিচিত করানোর সুযোগ আছে। তিন, পেজ ম্যানেজমেন্ট। বিভিন্ন সেলিব্রেটি এবং প্রতিষ্ঠান নিজেদের অ্যাকাউন্ট বা পেজ ম্যানেজমেন্টের জন্য জনবল নিয়োগ দেন। সেখানে কাজ করেও আয় করা করা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।