স্পেসএক্স ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক চলতি বছরের শেষ নাগাদ বাজারে আনতে চলেছেন টেসলা পাই নামে নতুন ফোন। সম্প্রতি ইলন মাস্ক এক টুইট বার্তায় বলেন, আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসের ‘অল্টারনেটিভ’ স্মার্টফোন বাজারে আসতে যাচ্ছে।

জানা গেছে, টুইটার সাবস্ক্রিপশনের জন্য গ্রাহকদের কাছ থেকে যে টাকা নেয়া হয় তার একটা অংশ কেটে নেয় অ্যাপল ও গুগল। যা মেনে নিতে পারছেন না বিশ্বের বিশ্বের শীর্ষ ধনী টুইটারের নতুন মালিক।

এই কারণে নিজে নতুন অপারেটিং সিস্টেমের ফোন উন্মোচনের কথা চিন্তা করছেন। প্রকাশিত একটি রিপোর্টে টেসলা পাই ফোনের সম্ভাব্য ফিচার ফাঁস হয়েছে।

সেখানে বলা হয়েছে, টেসলার এ ফোনে থাকবে ৬.৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ১৬০০ নিটস ব্রাইটনেসের এই ফোনে থাকবে ৮ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ।

৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকবে ৪০ মেগাপিক্সেল ক্যামেরা। প্রিমিয়াম সেগমেন্টে এ ফোনে থাকবে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। ফোনটির বাজার মূল্য হতে পারে ৭০ থেকে ৮০ হাজার টাকা।