বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে স্কুল কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি এবং ইউআইডি বিষয়ে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন হয়েছে।

(২৩ আগস্ট) সোমবার সকাল নয়টার সময় উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি এবং ইউআইডি বিষয়ে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন-প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন-প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, চাঁদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ ছ ম হুমায়ুন কবির,উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, আইসিটি সহকারী প্রোগ্রামার পাপিয়া নাসরিন ও বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার অধ্যক্ষগণ, প্রধান শিক্ষকগণ, সহকারী শিক্ষকগণসহ আরো অনেক উপস্থিত ছিলেন।

উক্ত দুই ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম ও আইসিটি সহকারী প্রোগ্রামর পাপিয়া নাসরিন।