মার্কিন টেক জায়ান্ট এনভিডিয়া বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার ‘ইওস (Eos)’ নির্মাণ করছে। মঙ্গলবার (২২ মার্চ) কম্পিউটার ও চিপ নির্মাণে শীর্ষ এই প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সাথে নতুন ‘এইচ১০০’ জিপিইউ এবং ‘গ্রেস সিপিইউ সুপারচিপ’-এর ঘোষণাও দিয়েছে এনভিডিয়া।
রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, নতুন এই ঘোষণার মাধ্যমে লাভজনক ডেটা সেন্টার ব্যবসা খাতে এনভিডিয়া প্রতিযোগিতা বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার নতুন ‘এইচ১০০’ জিপিইউ দেখিয়েছে এনভিডিয়া। এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোর কেন্দ্রে থাকবে এটি।
এছাড়া নতুন ‘গ্রেস সিপিইউ সুপারচিপ’-এর নানা তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি। ব্রিটিশ প্রতিষ্ঠান এআরএম-এর তৈরি কাঠামোর ওপর নির্ভর করে চিপগুলোর নকশা করেছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট। রয়টার্স জানিয়েছে, অধিগ্রহণ চুক্তি বাতিল হওয়ার পর এআরএমের প্রযুক্তিনির্ভর এনভিডিয়ার প্রথম চিপ এটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।