মানুষ প্রতি বছর প্রায় দুই ট্রিলিয়ন সার্চ করে গুগলে। আর তাই ইন্টারনেটে ভিজিটর পাওয়ার ক্ষেত্রে শীর্ষে আছে গুগল ডট কম। প্রতি মাসে প্রায় ৯২.৫ বিলিয়ন ভিজিটর পায় আমেরিকার এই টেক জায়ান্ট।
গুগলের ৮০ শতাংশ আয় আসে বিজ্ঞাপন থেকে। দ্বিতীয় স্থানে আছে গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব। ২.৭ বিলিয়ন ব্যবহারকারী থেকে ৩৪.৬ বিলিয়ন হিট পায় এই সাইটটি। তৃতীয় স্থান দখল করেছে আমেরিকার আরেক টেক জায়ান্ট ফেসবুক। সাইটটিতে প্রতিদিন গড়ে ৩৪ মিনিট সময় ব্যয় করে এর ব্যবহারকারীরা।
এর মধ্যে ৩৬ ভাগ ব্যবহারকারী বলেছেন, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে ফেসবুকেই তারা প্রতিদিনের সংবাদ খুঁজে পান।
এই শীর্ষ তিন ওয়েবসাইট মিলে ১৫২ বিলিয়ন ভিসিটর পায় যা শীর্ষ ৫০ ওয়েবসাইটের বাকী ৪৭ ওয়েবসাইট থেকে বেশি। চতুর্থ স্থানে আছে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।
পঞ্চমস্থান দখল করেছে অলাভজনক ওয়েবসাইট উইকিপিডিয়া। এছাড়া অ্যামাজনের মালিকানাধীন গেমিং সাইট টুইচ প্রতি মাসে এক বিলিয়ন ভিজিটর পায়। যা সাইটটিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেমিং সাইটের মর্যাদা এনে দিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।