ইউরোপে ‘গিগাফ্যাক্টরি বার্লিন’ নামে নিজেদের প্রথম কারখানা বার্লিনে চালু করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কম্পানি টেসলা। এটির কর্মী সংখ্যা ১২ হাজার। পুরো দমে কাজ শুরু হলে বছরে ৫ লাখ গাড়ি উৎপাদন করা সম্ভব হবে এতে।
আপাতত শুধু টেসলার মডেল ওয়াই কম্প্যাক্ট স্পোর্ট ইউটিলিটি গাড়িটি উৎপাদন করা হবে। কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। প্রথম গাড়িটি কারখানা থেকে বের হওয়ার সময় তিনি খুশিতে নাচ শুরু করেন।
জার্মানির কারখানায় উৎপাদিত ৩০টি গাড়ি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। বার্লিনে কারখানা স্থাপনের কাজ শুরু হয় তিন বছর আগে। এটি নির্মাণে খরচ হয় ৫৫০ কোটি ডলার। টেসলার বৈদ্যুতিক গাড়ির কারখানাগুলো গিগাফ্যাক্টরি নামে পরিচিত। মোট ৬টি কারখানার মধ্যে চারটিই যুক্তরাষ্ট্রে অবস্থিত।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।