বিশ্বের প্রথম যাত্রীবাহী সম্পূর্ণ বৈদ্যুতিক প্লেনের নাস অ্যালিস। ৯ জন যাত্রী নিয়ে প্লেনটি ঘণ্টায় ২৮৭ মাইল বেগে উড়তে সক্ষম। পাশাপাশি বৈদ্যুতিক এই প্লেনটিতে মাত্র ৩০ মিনিটের চার্জে ৪৪০ নটিক্যাল মাইল বা ৮১৪ দশমিক ৮৮ কিলোমিটার উড়তে সক্ষম হবে।

মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবর বলা হয়েছে, বিশ্বের প্রথম যাত্রীবাহী প্লেন আকাশে উড়তে প্রস্তুত। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই এই বিমানের প্রথম ফ্লাইট পরিচালনা করবে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান ইসরায়েলের একটি এভিয়েশন কোম্পানি। সিয়াটেলের উত্তরে আর্লিংটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে গত সপ্তাহে এটির ইঞ্জিন পরীক্ষার করা হয় বলে জানিয়েছেন এভিয়েশনের প্রধান নির্বাহী ওমর বার-ইয়োহায়ের।

বৈদ্যুতিক গাড়ি বা সেল ফোনের ব্যাটারি প্রযুক্তির মতো একই প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে প্লেনটি। আশা করা হচ্ছে, আগামী সাত থেকে ১০ বছরের মধ্যে এ ধরনের প্লেন ২০ থেকে ৪০ জন যাত্রী বহন করতে সক্ষম হবে।

 

কলমকথা/বি সুলতানা