ব্যাটলফিল্ড সিরিজের ১৭তম কিস্তি ‘ব্যাটলফিল্ড ২০৪২’ গেম আসছে বিল্ট-ইন ভয়েস চ্যাটিং ছাড়াই। তবে, পরে গেমে ফিচারটি যোগ করে দেবে সিরিজ ডেভেলপার ডাইস।
নভেম্বরের ১৯ তারিখেই আসার কথা রয়েছে ব্যাটলফিল্ড ২০৪২ গেমটির। ঠিক কী কারণে নির্মাতা প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে, তা জানা যায়নি। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, ব্যাটলফিল্ড ভক্তরা ফিচারটির অভাব ঠিকই অনুভব করবেন।
বিশেষ করে পিসি, এক্সবক্স সিরিজ এক্স এবং এস, প্লেস্টেশন ৫-এর মতো প্ল্যাটফর্মের গেইমাররা। কারণ এ প্ল্যাটফর্মগুলোতে ম্যাচে একশ’ ২৮ জন পর্যন্ত গেইমার যোগ দিতে পারবেন। গেইমারদের জন্য ডিসকর্ড ব্যবহারের অপশন খোলা থাকছে।
এ ছাড়াও কনসোলে বন্ধুদের সঙ্গে খেলার সময় পার্টি চ্যাট ফিচার ব্যবহার করতে পারবেন তারা। তবে, অপরিচিতদের জন্য পার্টি চ্যাট কোনো সুবিধা দিতে পারবে না। এক্ষেত্রে গেইমারদের নির্ভর করতে হবে ‘পিং সিস্টেমের’ উপর। একদিক থেকে গেইমারদের কষ্ট-ই করতে হবে এর জন্য। সঠিক পিং পেতে একাধিক মেনুর মধ্য দিয়ে যেতে তাদের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।