যুক্তরাষ্ট্রের মাইক্রোব্লগিং ও সামাজিক নেটওয়ার্কিং সার্ভিস টুইটারের সিইও হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল (৩৭)। টুইটারের সিইও পদ থেকে জ্যাক ডরসি পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হলেন পরাগ।
পরাগ আগরওয়াল এতদিন টুইটারের চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) পদে কর্মরত ছিলেন। সোমবার কোম্পানিটির বোর্ড সর্বসম্মতিক্রমে তাকে সিইও পদে নির্বাচিত করার ঘোষণা দেয়। পরাগ আগরওয়াল আইআইটি বম্বে থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করেছেন।
এরপর তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেছেন। ২০১১ সালের অক্টোবরে পরাগ যোগ দেন টুইটারে। প্রথমে তিনি ডিস্টিনগুইশড সফটওয়ার ইঞ্জিনিয়ার ছিলেন।
পাশাপাশি তাকে গ্রাহক ও কোম্পানির আয়-ব্যয় ও সায়েন্স টিমের সঙ্গেও কাজ করতে হয়। ২০১৮ সালে টুইটার পরাগকে কোম্পানির সিটিও পদে নিযুক্ত করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।