ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ রবিবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে একটি প্লেটে ফেসবুকের লাইকের লোগো সম্বলিত একটি মিষ্টান্ন এবং আরেকটি মিষ্টিজাতীয় খাবার বা কেকের ওপর ফেসবুকের পরিবর্তীত নাম মেটা’র লোগো। সেটাতেই দেখা যাচ্ছে এক কোণায় কামড় দেয়ায়।
জাকারবার্গ ছবিটি পোস্ট করে লিখে দিয়েছেন ‘সুন্দর মিষ্টি।’ ‘মেটা’ নাম করার পর ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো স্বতন্ত্র প্ল্যাটফর্মগুলোর কোন নাম পরিবর্তন হচ্ছে না।
নাম বদলাবে শুধুমাত্র তাদের মালিকানাধীন মূল কোম্পানির। ১৭ বছর আগে একটি কলেজ ডর্ম রুমে একটি সামাজিক নেটওয়ার্ক হিসাবে যাত্রা শুরু হয়েছিল ফেসবুকের। কিন্তু ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার সেবা মিলিয়ে প্রযুক্তি বাজারের একটা বড় অংশ এখন ফেসবুকের দখলে। হার্ডওয়্যার ও অনলাইন লেনদেন সেবানির্ভর ব্যবসায় এগিয়ে যাচ্ছে ফেসবুক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।