পারস্পরিক চ্যাটিং আরও নিরাপদ করতে নতুন ফিচার নিয়ে এসেছে মার্কিন টেক জায়ান্ট মেটার মালিকানাধীন ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জার। গত বছর থেকেই বেশ কয়েকটি ফিচার নিয়ে কাজ শুরু করেছিল জনপ্রিয় এই মেসেজিং প্লাটফর্মটি। এরপর নতুন বছরের প্রথম মাসেই সেগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ফিচারগুলোর মাধ্যমে এখন থেকে মেসেজিং হবে আরও নিরাপদ। প্রথমত মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার যোগ করা হয়েছে। দ্বিতীয়ত, স্ক্রিনশট নিলেই সতর্ক করার ফিচার চালু করা হয়েছে। স্ক্রিনশট ডিটেকশন ফিচার চালু হওয়ায় লাভবান হবেন ব্যবহারকারীরা।
এক্ষেত্রে কোনো চ্যাটের স্ক্রিনশট নেওয়া হলে চ্যাটে থাকা অপর ব্যবহারকারীর কাছে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে। এই ফিচারগুলো ব্যবহার করার জন্য ফেসবুকের মেসেঞ্জার অ্যাপটি আপডেট করতে হবে। একসঙ্গে সবগুলো ফিচার ব্যবহার করার সুযোগ না পেলেও কয়েকদিনের মধ্যে সব ব্যবহারকারীর কাছেই ফিচারগুলো পৌঁছে যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।