এবার মেসেঞ্জার অ্যাপে ভয়েস মেসেজ পাঠানোর সময় ৩০ মিনিট পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। এর আগে, মেসেঞ্জারে রেকর্ড করা এক মিনিটের মধ্যে সীমাবদ্ধ ছিল।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ফেসবুক তার গ্রাহকদের মেসেঞ্জার অ্যাপে ৩০ মিনিট পর্যন্ত ভয়েস মেসেজ পাঠানোর সুযোগ দিতে যাচ্ছে। এখন সর্বোচ্চ ১ মিনিট পর্যন্ত ভয়েস মেসেজ পাঠানো যায়।

গ্রাহকেরা চাইলে রেকর্ডিং মুছে ফেলতে পারবেন অথবা রেকর্ডিং চালিয়ে যেতে পারবেন। ভয়েস রেকর্ডিং নিয়ন্ত্রণের সুবিধাগুলো একটি সাউন্ডবার চিত্রের মতো দেখা যাবে। বিরতি দেওয়া বা পুনরায় রেকর্ড শুরু করা অপশনগুলো সাউন্ডবারের বাম দিকে অথবা সবচেয়ে উপযুক্ত স্থানে রাখা হতে পারে। আর মুছে ফেলা কিংবা শিপ বোতামগুলো সাউন্ডবার চিত্রের নিচে থাকতে পারে।