দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ মঙ্গলবার (১৫ মার্চ) থেকে দেশের সকল মোবাইল অপারেটরগুলোর ডাটার মেয়াদ সংক্রান্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

এতে মোবাইল অপারেটরগুলোর গ্রাহকরা বর্তমান প্যাকেজের অব্যবহৃত ডাটা ও টকটাইম পরবর্তী প্যাকেজের সঙ্গে পেয়ে যাবেন। বিটিআরসি একটি নতুন নির্দেশিকা অনুসারে, অপারেটরদের বর্তমান কয়েকশ প্যাকেজের সংখ্যা কমিয়ে ৯৫টিতে আনতে হবে। অধিক প্যাকেজ এবং জটিল শর্তের জাল থেকে গ্রাহকদের স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অধিক প্যাকেজ থেকে নিজের সুবিধাজনক প্যাকেজটি খুঁজে নেয়া বেশিরভাগ ক্ষেত্রেই বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। এই বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার (১৫ মার্চ) থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করতে বিটিআরসি ইতোমধ্যেই অপারেটরদের নির্দেশনা দিয়েছে।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, কোনো অপারেটর নিয়মিত প্যাকেজ, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং গবেষণা ও উন্নয়ন এ তিনটি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারবে।

 

কলমকথা / সাথী