চলতি মাস থেকে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রয় বিভাগের অনেক কর্মীর সুযোগ-সুবিধা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

সূত্রের বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রে অ্যাপলের ২৭০টি স্টোর রয়েছে। স্টোরের অবস্থান ও ভূমিকা অনুযায়ী ২ থেকে ১০ ভাগ বেতন বাড়ানো হতে পারে। বিক্রয় বিভাগের কর্মচারীরা এ সুযোগ-সুবিধা পাবে।

এর মধ্যে জিনিয়াস বারের টেকনিক্যাল স্টাফরাও রয়েছেন। এছাড়া কর্মঘণ্টার ভিত্তিতে কাজ করা জ্যেষ্ঠ কর্মীরাও এ সুবিধার আওতায় রয়েছেন। তবে তা সব কর্মীর ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না। অ্যাপল তাদের খুচরা বাজারের কার্যক্রম সম্প্রসারিত করার লক্ষ্যে এ বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছে।

 

কলমকথা/সাথী