ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কয়েনবেইজ রাশিয়ার ২৫ হাজার ক্রিপ্টো অ্যাকাউন্ট ব্লক করেছে। বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অ্যাকাউন্টগুলো ব্লক করে দিয়েছে প্ল্যাটফর্মটি।

এর আগে রাশিয়ার সাধারণ ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি মুদ্রা লেনদেনের সুযোগ বন্ধ করতে গড়িমসি করে সমালোচনার মুখে পড়েছিল কয়েনবেইজ এবং বাইন্যান্সের মতো প্রতিষ্ঠানগুলো। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধের অংশ হিসেবে দেশটির নাগরিকদের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কয়েনবেইজ।

গতকাল মঙ্গলবার (৮ মার্চ) প্রকাশিত এক ব্লগ পোস্টে আন্তর্জাতিক অঙ্গনের অবরোধ ও নিষেধাজ্ঞা মানতে তার প্রতিষ্ঠান কী কী পদক্ষেপ নিচ্ছে তার বিস্তারিত জানিয়েছে কয়েনবেইজের প্রধান আইন কর্মকর্তা পল গ্রিওয়াল।

রাশিয়ায় লেনদেনের সঙ্গে পরোক্ষভাবে জড়িত অ্যাকাউন্টগুলো চিহ্নিত করতে সূক্ষ্ণভাবে ব্লকচেইন বিশ্লেষণ করেছে এই ক্রিপ্টোকারেন্সি কোম্পানিটি।

 

 

কলমকথা/ বিথী