পৃথিবীর দুর্গম অঞ্চলগুলো থেকে শুরু করে দূরের মহাকাশে লেজার রশ্মির মাধ্যমে উচ্চ-গতির ইন্টারনেট সংযোগ স্থাপনের পরিকল্পনা করেছে নতুন একটি স্টার্টআপ।

‘আলিরিয়া টেকনোলজিস’ নামের কোম্পানিটি দাবি করছে, চাঁদের স্পেস স্টেশন অথবা রেড প্ল্যানেটখ্যাত মঙ্গলে রিসিভার পাঠালে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১.৬ টেরাবিট গতির ইন্টারনেট সংযোগও দিতে পারবে তারা।

মঙ্গলবারের (১৩ সেপ্টেম্বর) এক সংবাদবিজ্ঞপ্তিতে ইন্টারনেট খাতের এ উদীয়মান প্রযুক্তি নিয়ে নানা তথ্য দিয়েছে আলিরিয়া টেকনোলজিস। প্রতিষ্ঠানের নামটি নতুন হলেও এর পেছনের লোকজন বা মূল প্রযুক্তির কোনোটিই প্রযুক্তি খাতে অপরিচিত নয়। কোম্পানির প্রতিষ্ঠাতারা ওয়েব জায়ান্ট গুগলের গবেষণা ও উন্নয়ন বিভাগের অভিজ্ঞ কর্মী। আর পৃথিবীর দুর্গম অঞ্চলগুলোতে এবং পৃথিবী থেকে দূরের মহাকাশে ইন্টারনেট সংযোগের প্রতিশ্রুতি দিচ্ছে যে দুটি প্রযুক্তি, সেই ‘অ্যাটমসফিয়ারিক লেজার কমিউনিকেশন’ আর নেটওয়ার্ক গুছাতে ব্যবহৃত সফটওয়্যার প্ল্যাটফর্মটিও এসেছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের প্রকল্প থেকে।

এক সময়ে বায়ুমণ্ডলের ওপরের স্তরে ভাসমান বেলুন থেকে লেজার রশ্মির মাধ্যমে দুর্গম অঞ্চলে ইন্টারনেট সংযোগ দেওয়ার পরিকল্পনা করেছিল অ্যালফাবেট। পরীক্ষামূলক প্রকল্পটির নাম ছিল ‘প্রজেক্ট লুন’। গেল বছরেই প্রকল্পটি বন্ধ করে দিয়েছে কোম্পানিটি।

কিন্তু ওই প্রকল্প থেকে আসা প্রযুক্তিকে কেন্দ্রে রেখেই আলিরিয়া প্রতিষ্ঠা করেছেন গুগলের গবেষণা ও উন্নয়ন বিভাগের কর্মীরা, সমর্থন আছে গুগলেরও। আলিরিয়ার পরিকল্পনা ব্যাখ্যা করে কোম্পানির প্রধান নির্বাহী ক্রিস টেইলর বলেন, আমরা উচ্চ-গতির আর্বান মেশ এবং বিশ্বপর্যায়ে সমন্বিত নেটওয়ার্ক চালু করতে পারবো এবং তিনশ কোটি মানুষকে সংযুক্ত করতে পারবো। সেটা আমরা এখনই করতে পারবো।