মাইক্রোব্লগিং সেবা টুইটার ছাড়ছেন প্রতিষ্ঠানটির সাইবার নিরাপত্তা বিষয়ের দুই শীর্ষ কর্মকর্তা। নিরাপত্তা প্রধান এরই মধ্যে টুইটার ছেড়েছেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তাও বিদায় নিচ্ছেন বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। গেল বছরের নভেম্বর মাসে টুইটারের প্রধান নির্বাহীর পদ ছাড়েন সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি।
প্রধান নির্বাহীর স্থলাভিষিক্ত হন ডরসি’র ‘ডান হাত’ হিসেবে পরিচিত পারাগ আগ্রাওয়াল। বার্তাসংস্থা রয়টার্স বলছে, ক্ষমতা হাতে পেয়েই প্রাতিষ্ঠানিক নেতৃত্ব কাঠামো ঢেলে সাজানো শুরু করেছেন আগ্রাওয়াল।
তবে, দুই কর্মকর্তা স্বেচ্ছায় প্রতিষ্ঠান ছাড়ছেন কি না, সে বিষয়টি খোলাসা করে জানায়নি টুইটার। শুক্রবার (২১ জানুয়ারি) টুইটার কর্মকর্তাদের প্রস্থানের খবর প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা রিঙ্কি শেঠি-ও আগামী কয়েক সপ্তাহের মধ্যে টুইটার ছাড়ছেন– এই খবরও প্রথম জানিয়েছে ওই সংবাদপত্রটি। তবে উভয়ের কারো সঙ্গেই যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।