-শুধু লিংক এ ক্লিক করার মাধ্যমে হ্যাক করা যায়?
-হ্যাঁ, যায়।

❐ আগে দেখি আপনার ডিভাইসের কি কি হ্যাক হতে পারে শুধু লিংকে Click করার মাধ্যমে!

❐ হ্যাকার আপনার Contact list, message, location, Camera access পেতে পারে।

❐ আপনার Device এ Autometicly Spyware install হয়ে সেটা Execute হয়ে আপনার প্রায় পুরো ডিভাইস হ্যাক হতে পারে।

❐ যদি Execute না হয়,তাহলে লিংকে ক্লিক করতেই অটো ভাবে একটা picture,pdf,doc file, বা যেকোনো ধরনের ফাইল Download হতে পারে,এবং সেটাতে শুধু Click করার মাধ্যমেই আপনার Device এ Virus ডুকে যেতে পারে।

❐ হ্যাকার যদি Browsee exploit use করে, যেমন Beef! তাহলে আপনি Link এ ক্লিক করলে আপনার Browser এ Saved password হ্যাকার পেতে পারে। আপনার Location,contact list পেতে পারে,যদি Password সেইভ না থাকে তাহলে আপনাকে Advance Phishing পেইজে নিয়ে আপনার Id pass hack হতে পারে।

❐ হ্যাকার Link Exploit Use করলে সেটার মাধ্যমেও আপনার কম্পিউটার হ্যাক হতে পারে।

❐ আরো অনেক ভাবেই হতে পারে,,এখন চলুন বিস্তারিত আলোচনায় ডুকি। আমি শুধু ৪-৫ টা স্টেপ উল্লেখ করবো।

❐ আমাদের ফোনে অনেক সময় মেসেজ আসে “১০ জিবি ফ্রি নিনে নিন Mygp বা অন্য কোনো App link দিয়ে বলে Download দিতে”

ডাউনলোড করতে ট্যাপ করুন

এই কাজটা হ্যাকারও করতে পারে Bulk Sms বা sms spoofing করে। ,App এর ভিতরে Virus Bind করে দিবে! আপনি App Download দিবেন সেটা ঠিক ভাবেই চলবে,এবং ভাইরাসও ডুকে থেকে যাবে। App uninstall দিলেও ভাইরাস অন্য কোনো নামে ডিভাইসে রয়ে যাবে। (যদি Embed থাকে তাহলে অন্য কথা) আর আপনি হয়ে যাবেন হ্যাকড!!

❐ আমাদের কাছে ইমেইল আসে অনেক, বড় বড় কোম্পানি গুলো প্রতিদিনই ইমেইল চ্যাক করে। ধরুন কোনো কাস্টমার ইমেইল করলো,উনি কোনো ডেমু দিলো। বা লিংক দিলো বিস্তারিত জানার জন্য। কোম্পানি থেকে ইমেইল অপেন করতেই অটো একটা ফাইল Download হয়ে যাবে আর auto execute হয়ে যাবে,,,! এমনটা না হলে কোনো Error আসবে Display তে,সেটা Cancel বা ok যেটাই দিন। Execute হবেই ভাইরাস। ব্যাস,Pc hacked. Data leaked. অথবা মোটা অঙ্কের টাকা দাবি করে। অথবা Ransomeware Attack এ সব Data encrypted!

এভাবেই বড় বড় কোম্পানি গুলো হ্যাক হয় প্রতিনিয়ত। Freelancer রাও হ্যাক হয়। কারন সবাই Windows user.