যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট ইউটিউব ভিডিও শেয়ারের প্রক্রিয়া সহজ করতে নতুন একটি ফিচার নিয়ে এসেছে। এর মাধ্যমে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ভিডিওর লিংক বা ‘ইউআরএল’ কপি না করেই সরাসরি ইউটিউব অ্যাপ থেকে ভিডিও শেয়ার করতে পারবেন স্ন্যাপচ্যাটে।
আর ইউআরএল-এর বদলে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে ইউটিউব স্টিকারসহ একটি ভিডিও থাম্বনেল। বৃহস্পতিবার (৩১ মার্চ) স্ন্যাপচ্যাট নিজস্ব ব্লগে নতুন এ ফিচারের ঘোষণা দিয়েছে। ব্লগ পোস্টে স্ন্যাপচ্যাট জানিয়েছে, এখন থেকে আইওএস ও অ্যান্ড্রয়েড এর সকল স্ন্যাপচ্যাট ব্যবহারকারী নির্বিঘ্নে পছন্দের ইউটিউব ভিডিও স্ন্যাপচ্যাট ক্যামেরার মাধ্যমে সরাসরি শেয়ার করতে পারবেন। ফলে,
বিরক্তিকর কপি-পেস্টিংয়ের আর প্রয়োজন হবে না। এদিকে স্ন্যাপচ্যাট তাদের নতুন ‘অগমেন্টেড রিয়েলিটি (এআর)’ ফিচারের ঘোষণা দিয়েছে মার্চ মাসে। বন্ধুদের সঙ্গে নিজের ‘লাইভ লোকেশন’ শেয়ার করার নতুন একটি ফিচারও তারা চালু করবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।