মার্কিন টেক জায়ান্ট গুগল এবার অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোন অ্যাপ্লিকেশনেও নিজেদের ক্রোম ব্রাউজারের মাধ্যমে তথ্য সংগ্রহ বা ডেটা ট্র্যাকিং কমিয়ে আনার পরিকল্পনা হাতে নিয়েছে। ডেটা শেয়ারিং কমিয়ে আনার এই পরিকল্পনাটিকে গুগল বলছে ‘প্রাইভেসি স্যান্ডবক্স’।

এর প্রধান লক্ষ্য হচ্ছে, বিজ্ঞাপনদাতাদের কাছে ব্যবহারকারী তথ্য কম সরবরাহ করা। বাজারে জনপ্রিয় দুইটি অপারেটিং সিস্টেমের স্মার্টফোন পাওয়া যায়। সেগুলো হচ্ছে গুগল নির্মিত অ্যান্ড্রয়েড এবং অ্যাপল নির্মিত আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস। অ্যাপল তাদের নতুন অপারেটিং সিস্টেমে ডেটা ট্র্যাক করার ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে অনুমতি নিতে বাধ্য করে।

এখন গুগল বলছে তারাও ওই একই পথে হাঁটছে। এই সিদ্ধান্ত ফেসবুক কোম্পানি মেটার মতো প্রতিষ্ঠানকে সরাসরি আঘাত করবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যম বিবিসি।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বলছে, অ্যাপলের পরিবর্তনের জন্য তাদের বছরে প্রায় এক হাজার কোটি ডলারের আয় কমে যাবে। স্মার্টফোন বাজারে অ্যাপলের দখল শতকরা প্রায় ১৫ ভাগ। বাকি ৮৫ ভাগ বাজার গুগলের নির্মিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের দখলে।

 

কলমকথা/বিসুলতানা