কল রেকর্ড করার প্রয়োজন যে কোনও সময় হতে পারে। সব কথা সবসময় মনে রাখা যায় না। কিছু কথা রেকর্ড থাকলে সুবিধা হয়। ফোন কলের পাশাপাশি এখন হোয়াটঅ্যাপ কলের সুবিধাও অনেকে উপভোগ করেন। সহজ তিনটি উপায় অবলম্বন করে রেকর্ড করতে পারবেন হোয়াটসঅ্যাপ কলও।
অনেকেই কল রেকর্ডের জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। তবে অনেক স্মার্টফোনেই কল রেকর্ডের সুবিধা রয়েছে। যেমন ওয়ানপ্লাস ফোন। অনায়াসে এ ফোনের সেটিং সেকশনে গিয়ে কল রেকর্ডিংয়ের অপশন পেয়ে যাবেন। যদি সবকটি কল ম্যানুয়ালি রেকর্ড না করতে চান তাহলে অটো রেকর্ড অপশনে যাবেন। স্যামসংয়ের স্মার্ট ফোনেও সেটিং সেকশনে গিয়ে কল রেকর্ডের অপশন পেয়ে যাবেন।

যেসব ফোনে কল রেকর্ডের সুবিধা নেই তারা গুগল ফোন অ্যাপ ব্যবহার করতে পারেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। তারপর উপরের তিনটি ‘ডটেড আইকন’ থেকে সেটিংয়ে গেলেই কল রেকর্ডের অপশন পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করে রাখতে হবে। এখানে বলে রাখা দরকার, সব জায়গা বা দেশে গুগলের এ কল রেকর্ডের সুবিধা পাওয়া যায় না।

উপরের পদ্ধতিতে কাজ হলো না? তবে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন। কিউব এসিআর (Cube ACR) অ্যাপের মাধ্যমে ফোন কল এবং হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায়। কার কল রেকর্ড করতে চান, কার কল রেকর্ড করতে চান না, তা এ অ্যাপে বেছে নিতে পারবেন।
এসব পদ্ধতিতে যদি যেতে না চান তবে নিজের ফোনটি স্পিকারে রেখে পাশে আরেকটি ফোনের ভয়েস রেকর্ড অন করে কল রেকর্ড করতে পারেন।

কলমকথা/বি সুলতানা