জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন তিন ফিচার। এগুলো হলো ওয়েব মিডিয়া এডিটর, লিংক প্রিভিয়াস এবং স্টিকার সাজেশন। ১ নভেম্বর নতুন এই তিন ফিচারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে ফেসবুক মালীকানাধীন ম্যাসেজিং অ্যাপসটি। খবর ইন্ডিয়া ট্যুডে’র।

এই ফিচারগুলোর একটি যুক্ত থাকবে ম্যাসেজ করার ক্ষেত্রে, দ্বিতীয়টি হোয়াটসঅ্যাপের সঙ্গে এবং তৃতীয়টি হোয়াটসঅ্যাপ ওয়েবের সঙ্গে। অর্থাৎ এখন থেকে ডেস্কটপে সংযুক্ত হয়ে ফটো এডিটিং করা যাবে, ম্যাসেজ করার সময় স্টিকার্স পাঠানো যাবে এবং লিংক প্রিভিউজ করা যাবে।

হোয়াটসঅ্যাপ জানায়, এখন থেকে কারো সঙ্গে চ্যাট করার সময় স্টিকার্স পাঠানো যাবে এবং ডেস্কটপ কিংবা মোবাইল ফোন থেকে কারো নিকট ছবি পাঠালে তা এখন থেকে রোটেটের মাধ্যমে যে কোনো অঙ্গেলে পাঠাতে পারবেন ব্যবহারকারী।