বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ এবং স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক ভবিষ্যতবাণীতে বলেছে, ২০২২ সালে বিশ্বব্যাপী স্মার্টফোনসহ অন্যান্য ডিভাইসের চাহিদা বৃদ্ধি পাবে। করোনা মহামারি শুরুর পর থেকে গত দুই বছরের চিপ সংকট ও ডিভাইস বিক্রি কমে যাওয়ার ক্ষতি পুনরুদ্ধারের পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট।
গত চার বছরের মধ্যে বছরের শেষ ও চতুর্থ প্রান্তিকে সেরা মুনাফা অর্জন করেছে স্যামসাং। তবে প্রতিষ্ঠানটি পণ্য সরবরাহে সাপ্লাই চেইন সমস্যা এবং চলমান কোভিড-১৯ চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করেছে। স্যামসাং জানিয়েছে, তারা এই বছর চিপ ব্যবসার পাশাপাশি স্মার্টফোন বিক্রিতেও লাভের প্রত্যাশা করছে, যদিও নন-মেমোরি চিপগুলির সরবরাহ ঘাটতি থাকার সম্ভাবনা আছে।
এছাড়া ফাইভজি সক্ষম স্মার্টফোনের চাহিদাও বিক্রি বাড়ার অন্যতম কারণ হবে। স্যামসাং পূর্বাভাস দিয়েছে যে, দীর্ঘস্থায়ী মহামারী এবং চিপ উপাদানের ঘাটতি অব্যাহত থাকা সত্ত্বেও স্মার্টফোনের বাজার বাড়তে থাকবে।
তথ্যসূত্র: রায়টার্স
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।