ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি বাইন্যান্সের প্রধান নির্বাহী চ্যাংপেং ঝাও-কে টুইটারে এক হাত নিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। ডোজকয়েন ওয়ালেট থেকে উত্তোলন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ থাকায় বেশ কড়া ভাষাতেই বাইন্যান্সকে খোঁচা দিয়েছেন ক্রিপ্টোকারেন্সির এই প্রথম সারির সমর্থক।

চলতি বছরে বেশ বড় রকমের উত্থান-পতন হয়েছে ক্রিপ্টোকারেন্সির বাজারে। রয়টার্স বলছে, অনেক ক্ষেত্রেই মাস্কের টুইটে প্রভাবিত হয়েছে ডিজিটাল মুদ্রার বাজার।

বিশেষ করে ডোজকয়েন নিয়ে মাস্কের বক্তব্যের জেরে রাতারাতি জনপ্রিয়তা ও চাহিদা বেড়েছে ডিজিটাল মুদ্রাটির। সর্বশেষ বাইন্যান্স সিইও-কে উদ্দেশ্য করে মাস্ক মঙ্গলবার টুইট করেছেন, “তোমার ডোজ ক্রেতাদের নিয়ে কী হচ্ছে? সন্দেজহনক মনে হচ্ছে”।

উত্তরে বাইন্যান্স জানিয়েছে, তারা ডোজকয়েন ওয়ালেট নতুন করে তৈরি করছে। এ কারণেই ওয়ালেট থেকে কয়েন উত্তোলন করতে পারছেন না ক্রেতারা এবং এই পরিস্থিতি আরও সপ্তাহখানেক চলতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।