আইফোন সিরিজে নামের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে অ্যাপল। সম্প্রতি ব্লুমবার্গে একটি রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৫-তে ‘প্রো ম্যাক্স’ এর বদলে ‘আলট্রা’ যোগ হতে পারে।
আরো পড়ুন: পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯
সিরিয়ায় মহামারি কলেরায় ২৯ জনের মৃত্যু
লক্ষ্মীপুরে অতিরিক্ত সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা
এতে করে ২০২০ সালে আইফোন ১২-এর ডিজাইনের যে ধারাবাহিকতা চলে আসছে, তাতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের নতুন আইফোনে থাকবে ইউএসবি টাইপ-সিসহ বড় রকমের পরিবর্তন। এনগেজেট জানায়, আইফোনের ধারাবাহিকতায় বিগত কয়েক বছর যাবত ব্র্যান্ডিংয়ের একটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে। আগের আইফোনে প্রতি দুই বছরে একটা করে পরিবর্তন আসতো।
এখানে সাশ্রয়ী মডেলকে ‘এস’ হিসেবে অভিহিত করা হয়। ২০১৯ সালে আইফোনের মডেলের নামকরণে যোগ হয় আভিজাত্যের ছোঁয়া। ওই বছর প্রতিষ্ঠানটি ‘প্রো’ এবং ‘প্রো ম্যাক্স’ চালু করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।